• ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
logo

সীমান্তে আটক বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

আরটিভি নিউজ

  ১৫ জানুয়ারি ২০২৫, ২৩:২৫
ফাইল ছবি।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর বেউরঝাড়ি সীমান্ত থেকে আটক বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বেউরঝাড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর ওই ব্যক্তিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজীর আহম্মদ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার রাতে বালিয়াডাঙ্গীর আমজানখোর ইউনিয়নের বেউরঝাড়ি সীমান্তের ওপারে ভারতের ৩০০ গজ ভেতরে বড়বিল্লা এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করে বিএসএফ। তার নাম শেখ আলীমুর রহমান (৩৮)। বাড়ি খুলনায়। তার বাবার নাম রহমান।

বিজিবি সূত্রে জানা যায়, গতকাল রাত ৮টার দিকে বালিয়াডাঙ্গীর বেউরঝাড়ি সীমান্তের ৩৮০ নম্বর মূল পিলারের ৪ নম্বর সাব-পিলার এলাকা দিয়ে ভারতের ভেতরে প্রবেশ করেন আলীমুর। পরে বিএসএফের ১৫২ বড়বিল্লা ক্যাম্পের টহল দল তাকে আটক করে নিজেদের ক্যাম্পে নেওয়া হয়। আটক আলীমুরকে ভারতের গোয়ালপুকুর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনার পর আজ সন্ধ্যা সাতটার দিকে ১৫২ বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে ঠাকুরগাঁও ৫০ বিজিবির পতাকা বৈঠক হয়। এতে অংশ নেন ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজীর আহম্মদ ও ১৫২ বিএসএফের কমান্ড্যান্ট। পতাকা বৈঠক শেষে বেউরঝাড়ি শূন্যরেখা দিয়ে আটক আলীমুরকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল মো. তানজীর আহম্মদ গণমাধ্যমকে বলেন, আটকের খবর শুনে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়। নিরলস চেষ্টার পর বিএসএফের হাতে আটক শেখ আলীমুরকে ফেরত আনতে পেরেছি।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শৈশবের বন্ধুদের সঙ্গে আনন্দ-আড্ডায় মির্জা ফখরুল, শোনালেন আবৃত্তি
ঘুষ নেওয়ার সময় দুদকের হাতে ধরা পাসপোর্ট অফিসের কর্মকর্তা
সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
বিএসএফের বেড়া, আতঙ্কে সীমান্ত এলাকার মানুষ