• ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
logo

চট্টগ্রামে গাড়িচাপায় কর্মচারী নিহত

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ১৬ জানুয়ারি ২০২৫, ১০:১৪
চট্টগ্রামে গাড়িচাপায় কর্মচারী নিহত
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলী এলাকায় ইস্পাহানি সামিট অ্যালায়েন্স টার্মিনালে সামিট গ্রুপের কন্টেইনারবাহী গাড়ির চাপায় আবু সিদ্দিক (৩৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার এ দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আজাদ।

নিহত আবু সিদ্দিক তৃতীয় পক্ষের চুক্তির আওতায় টার্মিনাল এলাকায় শ্রমিক হিসেবে নিয়োজিত ছিলেন।

ইস্পাহানি সামিট অ্যালায়েন্স টার্মিনাল লিমিটেডের সিনিয়র ম্যানেজার অ্যাডমিন মোশারফ হোসেন বলেন, ‘গাড়ি দুর্ঘটনায় আহত শ্রমিককে প্রথমে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

এ বিষয়ে পাহাড়তলী থানার ওসি মো. বাবুল আজাদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উত্তর কাট্টলী ডিপো থেকে কন্টেইনারের গাড়ি বের হওয়ার সময় গাড়িচাপায় ঘটনাস্থলে তিনি নিহত হন।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামে স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যা, স্বামী আটক 
ঢাকা-বরিশালের লড়াই দিয়ে শুরু হচ্ছে বিপিএলের চট্টগ্রাম পর্ব
তল্লাশিকালে পুলিশ সদস্যদের মারধর 
রাব্বি হত্যা মামলার আসামি শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার