জামালপুরের বকশীগঞ্জে বিয়ের ১৮ দিনের মাথায় আয়শা আক্তার (১৮) নামে এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে স্বামীর ঘরে আয়শা আক্তারকে পড়ে থাকতে দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তার শাশুড়ি জাহানারা বেগম।
জানা যায়, ১৮ দিন আগে বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের নামাপাড়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে জাহীনুর ইসলামের সঙ্গে দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের বাঘারচর গ্রামের ছামেদ আলীর মেয়ে আয়শা আক্তারের বিয়ে হয়।
এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে আয়শা বেগমের কানে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, ‘কীভাবে নববধূর মৃত্যু হয়েছে তা তদন্ত করা হবে। একই সঙ্গে নববধূর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।’
আরটিভি/এমকে /এস