• ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
logo

বিগত সরকার মানুষের মুখে অদেখা এক তালা ঝুলিয়ে দিয়েছিল: জামায়াত আমির

মাগুরা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ জানুয়ারি ২০২৫, ১৫:৫৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে এমন একটি সরকার ছিলো যারা মানুষের মুখে অদেখা এক তালা ঝুলিয়ে দিয়েছিল।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানে জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, এই দেশে এমন একটি সরকার ছিল যারা গায়ের জোরে দেশ চালাচ্ছিল, মানুষের মুখের ভাষা কেড়ে নিয়েছিল। মানুষ কষ্ট পেলে চিৎকার দিয়ে কাঁদতে পারতো না, মানুষ ভালো লাগলে হাসতে পারতো না। মানুষের মুখে একটা অদেখা তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিলো।

তিনি বলেন, বিগত সরকার জাতির ভাগ্য বদলের জন্য নয়, বরং নিজেদের ভাগ্য বদলের জন্য এসেছিল। ১৫ বছরে নিজেরা তাজা মোটা হয়েছে। বাংলাদেশে এমন অনেক লোক আছে যারা বাস করে বাংলাদেশে, চাকরি করে বাংলাদেশে, নেতৃত্বে দেয় বাংলাদেশে, অথচ টাকা জমায় বিদেশে। তারা বিদেশে বেগম পাড়া তৈরি করে। বিগত সাড়ে ১৫ বছরে তারা ২৬ লাখ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছে। এসব টাকা জাল ফেলে তন্ন তন্ন করে খুঁজে বের করে দেশে ফেরত আনতে হবে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে এদেশের কোন বিচারক, সরকারি কর্মকর্তা ঘুষের দিকে হাত বাড়ানোর দুঃসাহস পাবে না। যদি কেউ হাত বাড়ায় তার হাত ভেঙে অবশ করে দেওয়া হবে। ঘুষের দিন শেষ।

এসময় জামায়াত আমির বলেন, কাউকে ধর্ম চাপিয়ে দেওয়া হবে না। নারীরা স্বাধীনভাবে যোগ্যতার ভিত্তিতে কাজ করবেন। তারা তাদের যথাযথ মর্যাদা ও সম্মান পাবেন।

১৬ বছর পর জামায়াতের কর্মী সম্মেলন বিশাল সমাবেশে রূপ নেয়। সম্মেলনে জেলা ও প্রতিবেশী জেলা থেকে হাজার হাজার নেতা কর্মী অংশগ্রহণ করেন।

আরটিভি/একে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঐক্যের মাঝে এ সরকারের জন্ম, একতাই শক্তি: ড. ইউনূস
ভারত ও পাকিস্তান থেকে আমদানি হচ্ছে এক লাখ টন চাল
পুলিশ সংস্কারে যে সুপারিশ দিয়েছে কমিশন
যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তনেও সম্পর্ক ঠিক থাকবে: পররাষ্ট্র উপদেষ্টা