দিনাজপুরের হিলিতে সড়ক দুর্ঘটনায় ফারহা আক্তার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর আড়াইটার সময় উপজেলার বোয়ালদাড় বাজারে ট্রাকের ধাক্কায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু বোয়ালদাড় গ্রামের মিন্টু রহমানের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ সুজন মিয়া বলেন, হাকিমপুর উপজেলার বোয়ালদাড় গ্রামে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যুর খবর জানতে পেরে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠিয়েছি। এ ঘটনায় স্থানীয়রা ট্রাকচালক লিমনকে আটক করেছে। চালকের বাড়ি বিরামপুর উপজেলার মাহমুদপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে। নিহতের পরিবার থেকে এখন পর্যন্ত কোন মামলা দায়ের করেনি।
আরটিভি/এএএ