• ঢাকা শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ৩ মাঘ ১৪৩১
logo

পঞ্চগড়ে শহীদ সাগরের নামে সড়কের নামকরণ

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ জানুয়ারি ২০২৫, ১৯:০৩
ছবি : আরটিভি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ সাগর ইসলামের নামে পঞ্চগড় সদরের একটি রাস্তার নামকরণ করা হয়েছে। সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের সাতমাইল থেকে ধামেরঘাট পর্যন্ত সড়কের নতুন নাম দেওয়া হয়েছে শহীদ সাগর স্মরণীয় রোড।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার চাকলা ইউপির সাতমাইল মোড়ে নাম ফলকের উন্মোচন করেন পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন।

পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সাগর ইসলামসহ সারা দেশের সকল শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক ফজলে রাব্বি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু দাউদ প্রধান, চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, শহীদ সাগরের বাবা রবিউল ইসলাম, মা সকিনা খাতুনসহ তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার মেরুল বাড্ডা এলাকায় পুলিশের গুলিতে শহীদ হন সাগর ইসলাম।

আরটিভি/এএএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তাপমাত্রা বেড়েছে পঞ্চগড়ে, কমেনি শীতের প্রকোপ
পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ, দুর্ভোগে মানুষ
পঞ্চগড়ে ট্রাক্টর উল্টে প্রাণ গেল চালকের
রেললাইনে নারীর ক্ষতবিক্ষত মরদেহ, পুলিশের ধারণা হত্যাকাণ্ড