• ঢাকা শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ৩ মাঘ ১৪৩১
logo

ঝিনাইদহে আ.লীগ নেতাসহ দুজনের লাশ কবর থেকে উত্তোলন

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ জানুয়ারি ২০২৫, ২০:২১
ছবি: সংগৃহীত।

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার হামলায় নিহত ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরণ ও তার গাড়িচালক আক্তার হোসেনের মৃতদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) আদালতের নির্দেশে উপজেলার আড়ুয়াকান্দি ও ভূপতিপুর গ্রামের কবরস্থান থেকে দুজনের মৃতদেহ উত্তোলন করা হয়।

জানা যায়, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা শহিদুল ইসলাম হিরণের শহরের স্টেডিয়াম পাড়ার বাসা ঘেরাও করে। বিক্ষুব্ধরা তার বাসায় আগুন ধরিয়ে দিলে হিরণ অগ্নিদগ্ধ হয়ে মারা যান। এ সময় তার গাড়িচালক আক্তারকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। পরে শহিদুল ইসলাম হিরণের লাশ শহরের পায়রা চত্বরে ঝুলিয়ে রাখা হয়।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে গত ১৭ ও ২০ নভেম্বর আদালতে অজ্ঞাত ২০০ থেকে ৩০০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগটি আমলে নিয়ে সদর থানাকে এজাহার গ্রহণের জন্য সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতের বিচার রোমানা আফরোজ আদেশ দেন। পরে তা সদর থানায় একত্রিতভাবে একটি মামলায় অন্তর্ভুক্ত করা হয়।

ময়নাতদন্তের কাজ সম্পন্ন করার জন্য আজ কবর থেকে মৃতদেহ দুটি উত্তোলন করা হয়। ও সময় আড়ুয়াকান্দি ও ভূপতিপুর গ্রামে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশের বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়।

ঘটনাস্থলে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট বনি আমিন বলেন, আদালতের নির্দেশে হত্যা মামলার তদন্তকাজের জন্য মৃতদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পুনরায় তা সমাহিত করা হবে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন, যেহেতু একই ঘটনায় দুটি অভিযোগ দায়ের হয় আদালতে। সে হিসেবে আদালতের নির্দেশে দুটি ঘটনা একসঙ্গে করে ২০২৪ সালের ২০ নভেম্বর একটি মামলায় অন্তর্ভুক্ত করে আমরা তদন্ত করছি।

আরটিভি/এএএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লড়াই আমাদের শেষ হয়নি: জামায়াত আমির 
শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে নেচে-গেয়ে পাঠদান করেন শিক্ষকরা
ঝিনাইদহে বয়লার বিস্ফোরণে নিহত ২
শৈলকুপায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২০