লক্ষ্মীপুরে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫ , ০৮:৩১ পিএম


লক্ষ্মীপুরে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু
ফাইল ছবি।

লক্ষ্মীপুরে ধানবাহী ট্রাকচাপায় ফয়সাল হোসেন (৩০) নামে ব্র্যাক এনজিওর এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়ারবেড়ী বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফয়সাল সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের বাঙ্গাখাঁ গ্রামের আবদুল্লাহ মিয়ার ছেলে ও কমলনগরের চরকাদিরা ইউনিয়নের ব্র্যাক এনজিও শাখার কর্মকর্তা ছিলেন।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেলে কর্মস্থল থেকে ফয়সাল বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থল পৌঁছলে একটি ধানবাহী ট্রাক পেছন থেকে মোটরসাইকেলসহ তাকে পিষে দেয়। এতে তার দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে। 

নিহত ফয়সালের বন্ধু আবুল হাসান সোহেল বলেন, কাজ শেষে ফয়সাল বাড়ি ফিরছিলেন। পথেই ট্রাকচাপায় তার মৃত্যু হয়। পরিবারের লোকজনসহ আমরা ঘটনাস্থল এসেছি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইয়াকুব আলী বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় চালককে আটক করা সম্ভব হয়নি। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission