• ঢাকা শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ৩ মাঘ ১৪৩১
logo

পিরোজপুরে বাসচাপায় শালা-দুলাভাই নিহত

পিরোজপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ জানুয়ারি ২০২৫, ২২:৫৪
ছবি : আরটিভি

পিরোজপুরে বাসচাপায় মো. রিয়াদ কাজী (২০) ও মো. শাহীন মাঝি (৩০) নামে দুই পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের মোল্লাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিয়াদ কাজী সদর উপজেলার শংকরপাশা গ্রামের কামাল কাজীর ছেলে এবং নিহত শাহীন মাঝি ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট গ্রামের আনোয়ার মাঝির ছেলে। তারা সম্পর্কে শালা-দুলাভাই। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে আহত বাসযাত্রীর পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে পাথরঘাটাগামী রাজিব পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের মোল্লাবাড়ি এলাকায় সড়কের পাশ থেকে হেটে যাওয়া দুই পথচারীকে চাপা দেয়। স্থানীয়রা ফায়ার সার্ভিসে কল দিলে ফায়ার সার্ভিস এসে তাদের উদ্ধার করে। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে আনার পর অন্যজনের মৃত্যু হয়।

পিরোজপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ইশিতা বলেন, সড়ক দুর্ঘটনায় একজনকে নিহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। অন্যজনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করার সময় তার মৃত্যু হয়। আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সোবহান বলেন, বাসচাপায় দুজনের মৃত্যু হয়েছে। তাদের পরিচয় শনাক্ত করে লাশ হাসপাতালে রাখা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আরটিভি/এএএ-টি


মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
লক্ষ্মীপুরে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু
সাফা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা 
এক্সপ্রেসওয়েতে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর