লড়াই আমাদের শেষ হয়নি: জামায়াত আমির 

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫ , ১১:১২ পিএম


লড়াই আমাদের শেষ হয়নি: জামায়াত আমির 
ছবি : আরটিভি

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, লড়াই আমাদের শেষ হয়নি। সুষ্ঠু একটা নির্বাচন আদায় করার জন্য আরও অনেক লড়াই আমাদের সামনে রয়ে গেছে। সেখানে কালো টাকা আর পেশীশক্তি আগামীতে আমাদের ভোটের অধিকার যেন কেড়ে নিতে না পারে। এখন থেকে হাত মজবুত করতে হবে। বলে দিতে হবে আমরা মানুষ, সাধারণ কোনো প্রাণী নয় যে তোমাদের কালো টাকার কাছে বিক্রি হব। আমরা আর কালো টাকার মালিকদের বরদাশত করব না। আমরা আগামীতে ক্লিন হার্ট সম্পন্ন মানুষকে দেশের শাসন ক্ষমতায় দেখতে চাই।    

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

শফিকুর রহমান বলেন, কথা দিচ্ছি আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায়, আল্লাহ তায়ালার ইচ্ছায় যদি দেশ পরিচালনার দায়িত্ব আমাদের হাতে আসে, ইনশাআল্লাহ দেশের মালিক হব না। আমরা দেশের সেবক হতে চাই। সেদিন যদি জনগণের সেবা করতে পারি, জনগণের প্রয়োজনে সাড়া দিতে পারি, সেদিনই জীবনকে স্বার্থক মনে করব। এমন বাংলাদেশ বিনির্মাণে সকলকে পাশে চাই।

বিজ্ঞাপন

ছাত্র-জনতার অবদানকে স্মরণ করে তিনি বলেন, ছাত্র-জনতার নেতৃত্বে এই জাতি দেশবিরোধী যে কোনো ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে ইনশাআল্লাহ। তরুণ-যুব সমাজ চাঁদাবাজমুক্ত, দখলবাজমুক্ত ও পেশীশক্তিমুক্ত নতুন দেশ চায়। আমরাও সাম্যের বাংলাদেশ চাই। এই প্রজন্ম বুকের রক্ত দিয়ে নতুন স্বাধীনতা এনে দিয়েছে। প্রয়োজনে আমরাও রক্ত দিয়ে হলেও এই স্বাধীনতা ধরে রাখব ইনশাআল্লাহ।

ঝিনাইদহ জেলা জামায়াতের আমির আলী আজম মো. আবু বকরের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোবারক হোসেন, জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল আলীম, অধ্যক্ষ মতিয়ার রহমান, আবু তালেব, ড. হাবিবুর রহমান প্রমুখ।

আরটিভি/এএএ 

বিজ্ঞাপন


 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission