• ঢাকা শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ৩ মাঘ ১৪৩১
logo

ক্রীড়াঙ্গনে স্বৈরাচারের প্রেতাত্মারা এখনও স্বপদে বহাল: আমিনুল হক

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ জানুয়ারি ২০২৫, ২৩:২০
ছবি : আরটিভি

বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহব্বায়ক ও জাতীয় দলের সাবেক ফুটবলার আমিনুল হক বলেছেন, গত ১৭ বছরে স্বৈরাচার শেখ হাসিনার সরকার দেশের ক্রীড়াঙ্গনকে দলীয়করণ ও রাজনীতি করণের মাধ্যমে ধ্বংস করে ফেলেছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে নরসিংদীর মনোহরদী উপজেলার হাতিরদিয়া ছাদতআলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিলো তখনই ক্রীড়াঙ্গনকে সুন্দর করে সাজিয়েছিলাম। তেমনিভাবে পরবর্তী সময়ে ক্ষমতায় গেলে তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত হবে দেশের ক্রীড়াঙ্গন।

তিনি বলেন, যারা আমার ভাই-বোন, ছাত্র-জনতাকে হত্যা করেছে তাদের ঠাঁই আর কখনো বাংলাদেশে হতে পারে না। নতুন করে দেশ স্বাধীন ও স্বৈরাচার মুক্ত হলেও দেশের ক্রীড়াঙ্গন ও সংবাদ মাধ্যমে এখনো স্বৈরাচারের প্রেতাত্মারা, ষড়যন্ত্রকারীরা স্বপদে বহাল রয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাদেরকে অপসারণের পাশাপাশি বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, ক্রীড়াঙ্গনের জৌলুশ আমরা হারিয়ে ফেলেছি। বর্তমানে ক্রীড়াঙ্গনে আওয়ামী লীগের দোসরদেরই নতুনভাবে পুর্নঃবাসন করা হয়েছে। আমরা ১৭ বছর আন্দোলন সংগ্রাম করে দেশ স্বৈরাচার মুক্ত করলেও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও ক্রীড়াঙ্গন থেকে এখনও স্বৈরাচার মুক্ত হয়নি। বিএনপি ক্রীড়াঙ্গনকে কখনো দলীয়করণ করেনি। সকল দলকে সঙ্গে নিয়ে আমরা ক্রীড়াঙ্গনকে সাজিয়েছি।

খেলার উদ্বোধক বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহসম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বলেন, রাজনৈতিক পরিবারের হয়েও তিনি কখনো রাজনীতির মঞ্চে আসেননি, রাজনীতি করতেও চাননি। খেলাধুলা থেকে শুরু করে সামাজিক ও মানবিক কার্যাবলীতে আরাফাত রহমান কোকো সব সময় মনোযোগী ছিলেন। বাংলাদেশের ক্রিকেট ও ফুটবলের উন্নয়নে উনার জীবদ্দশায় উনি সম্পূর্ণ অবদান রেখে গেছেন।

উদ্বোধনী খেলায় বেলাব উপজেলা ফুটবল ক্লাব ও মনোহরদীর ডোমনমারা ক্লাবের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে ট্রাইবেকারে বেলাব উপজেলা ফুটবল ক্লাব বিজয়ী হয়।

আরটিভি/এএএ


মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ব্যবসায়ী নিহত
নরসিংদীতে ড্রেজার থেকে ভ্রাম্যমাণ আদালত লক্ষ্য করে গুলি
কারামুক্ত হয়েই জিয়াউর রহমানের সমাধিতে বাবরের শ্রদ্ধা
জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা