ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

আসামি ধরতে গিয়ে আগুনে পুড়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

আরটিভি নিউজ

শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫ , ১২:০৫ এএম


loading/img
ছবি : সংগৃহীত

বরিশালে আসামি ধরতে গিয়ে ইটভাটার আগুনে দগ্ধ মেট্রোপলিটন পুলিশের সহকারী পরিদর্শক (এসআই) মেহেদী হাসান মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির শিকদার।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মেহেদী হাসান পুলিশের ৩৮তম ব্যাচের সদস্য ছিলেন। চার বছর আগে পুলিশে যোগদান করেন এবং সর্বশেষ বরিশাল বিমানবন্দর থানায় কর্তব্যরত ছিলেন তিনি। 

পুলিশ সূত্রে জানা গেছে, ৬ জানুয়ারি বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানায় সাব-ইন্সপেক্টর মেহেদী হাসান বিমানবন্দর থানার রহমতপুর এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে অসাবধানতাবশত ইট ভাটায় পড়ে গিয়ে শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানের কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকায় প্রেরণ করেন। পরে আজ (বৃহস্পতিবার) বিকেলে রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির শিকদার বলেন, ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে আগুনে পুড়ে যান এসআই মেহেদী। আজ দুপুরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। শুক্রবার তার মরদেহ গ্রামের বাড়ি বরগুনায় দাফন করা হবে বলেও জানান তিনি।

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |