ঘোরাফেরা করতে দেখে পুলিশে খবর, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আরটিভি নিউজ

শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫ , ০২:৩২ এএম


ঘোরাফেরা করতে দেখে পুলিশে খবর, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

পাবনার রূপপুরে ঘোরাফেরা করতে দেখে থানায় খবর দিলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নাটোর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুমকে করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে তাকে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুর থেকে গ্রেপ্তার করার পর রাত সাড়ে ১১টার দিকে নাটোর সদর থানায় আনা হয়েছে। রিয়াজুল ইসলাম মাসুম নাটোর শহরের বড় হরিশপুর এলাকার মৃত ওমর আলী ভূঁইয়ার ছেলে।

পুলিশ ও যুবদল কর্মীরা জানান, নাটোরের যুবদলের কিছু কর্মী বৃহস্পতিবার বিকেলে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় বেড়াতে যান। একপর্যায়ে তারা ব্রিজের নিচে মাসুমকে কিছু বন্ধুর সঙ্গে দেখতে পান। এ অবস্থায় তারা নাটোরের নেতাকর্মীদের জানালে একটি মাইক্রোবাস নিয়ে তারা হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় যান এবং পুলিশকেও বিষয়টি জানান। সেখান থেকে তারা রিয়াজুল ইসলামকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন।

বিজ্ঞাপন

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পাবনার রূপপুরে তাকে ঘোরাফেরা করতে দেখেন নাটোরের কিছু লোকজন। তারা সদর থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে। মাসুমের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা নির্যাতন ও হত্যাসহ ৭টি মামলা রয়েছে।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরেই রিয়াজুল ইসলাম মাসুমের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর থেকে পলাতক ছিলেন তিনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরব ছিলেন ছাত্রলীগের এই সাবেক নেতা। রিয়াজুল ইসলাম মাসুম সদর আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের ঘনিষ্ঠ সহযোগী। 

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission