শরীয়তপুরে কৃষিজমিতে পুকুর খনন, লাখ টাকা জরিমানা
শরীয়তপুরের নাড়িয়ায় অবৈধভাবে কৃষিজমিতে পুকুর খনন করার অপরাধে নাহিদ হাসান (২৬) নামে এক ভেকু ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে নড়িয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ এ জরিমানা করেন।
নড়িয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. পারভেজ জানান, নড়িয়া উপজেলার বিভিন্ন স্থানে কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খনন চলছে প্রায়ই এমন খবর আসে। বৃহস্পতিবার দুপুরে এমন তথ্যের ভিত্তিতে উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের পূর্ব আচুরা গ্রামের বিলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে কৃষিজমিতে পুকুর খননকালে নাহিদ হাসান (২৬) নামে এক ভেকু ব্যবসায়ীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, অবৈধভাবে কৃষিজমিতে পুকুর খনন বন্ধে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
আরটিভি/এএএ/এস
মন্তব্য করুন