ফসলি জমির মাটি কাটায় ৭ লাখ টাকা জরিমানা

আখাউড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫ , ১০:৩৩ এএম


ফসলি জমির মাটি কাটায় ৭ লাখ টাকা জরিমানা
ছবি : আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে তিনজনকে সাত লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজালা পারভীন রুহি। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ জরিমানা করা হয়।

জরিমানাপ্রাপ্ত তিন ব্যক্তি হলেন- উপজেলার ধরখার ইউনিয়নের ছতুরা শরীফ এলাকার শেখ জুনায়েদ, ‍ওসমান গণি ভূঁইয়া ও মজিবুর রহমান। তাদের মধ্যে শেখ জুনায়েদ ও ওসমান গণি ভূঁইয়াকে দুই লাখ করে চার লাখ টাকা এবং মজিবুর রহমানকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, ধরধার এলাকার একটি প্রভাবশালী চক্র রাতের আঁধারে জমি থেকে ভেকু দিয়ে মাটি কেটে বড় বড় ট্রাকে কুমিল্লার বিভিন্ন ব্রিকফিল্ডে বিক্রি করে। প্রতি রাতে ৪০-৫০টি ট্রাক ৭-৮ বার মাটি নিয়ে যায়। সন্ধ্যার পর থেকে ভোর রাত্র পর্যন্ত মাটি কাটা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলা বিভিন্ন জায়গা থেকে প্রায়ই জমি জমি থেকে মাটি কাটার অভিযোগ আসছিল। বিশেষ করে উপজেলার ধরখার ইউনিয়নে বেশি মাটি কাটা হচ্ছিল। সন্ধ্যার পর জমি থেকে মাটি কেটে ট্রাক দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। এসব সংবাদের পরিপ্রেক্ষিতে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজালা পারভিন রুহি অভিযান পরিচালনা করেন। এ সময় কুমিল্লা-সিলেট মহাসড়কের ধরখার-উজানিসার ব্রিজের পূর্ব ও পশ্চিম পাশের কৃষি জমি থেকে মাটির কাটার সময় মাটি ভর্তি পাঁচটি ট্রাক চালকসহ আটক করে। পরে ট্রাকগুলো উপজেলা পরিষদ মাঠে নিয়ে আসা হয়েছে। ট্রাকচালকরা বেতনভুক্ত কর্মচারী হওয়ায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজালা পারভীন রুহি বলেন, মাটিকাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission