• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

নাশতা করে বাড়ি ফিরছিলেন ৩ মোটরসাইকেল আরোহী, চাপা দিলো বাস

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ১৭ জানুয়ারি ২০২৫, ১২:৩১
দুর্ঘটনায় মোটরসাইকেলটির বিভিন্ন অংশ খুলে যায়। ছবি: সংগৃহীত।

চট্টগ্রামের মীরসরাইয়ে বাসের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মিরসরাইয়ের ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের মায়ানী বড়ুয়াপাড়ার বাসিন্দা সভ্যরঞ্জন বড়ুয়ার ছেলে ও মায়ানী ইউনিয়ন বিএনপির সদস্য রুবেল বড়ুয়া (৪০), একই গ্রামের বাসিন্দা মেঘল বড়ুয়ার ছেলে নিপ্পু বড়ুয়া (৪৩) ও সুরেশ বড়ুয়ার ছেলে সনি বড়ুয়া (৩৭)।

মায়ানী ইউনিয়ন বিএনপি নেতা আশরাফ উদ্দিন বলেন, মায়ানী ইউনিয়নের বড়ুয়াপাড়ার ৩ জন মোটরসাইকেলে সুফিয়া রোডে একটি হোটেলে নাশতা করতে যান।

নাশতা করে বাড়ি ফেরার পথে দ্রতগামী বাসচাপায় ঘটনাস্থলে ৩ জন মারা যান। তাদের মধ্যে রুবেল বড়ুয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যের দায়িত্বে রয়েছেন।

মিরসরাই থানার ওসি আতিকুর রহমান মজুমদার বলেন, আজ শুক্রবার ভোর রাতে সুফিয়া রোড় এলাকায় দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আরটিভি/এএএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় ইমাম নিহত 
ভাসানচর থেকে পালিয়ে আসা ৯ রোহিঙ্গা আটক
ঘোড়াশালে ট্রাক-বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮
আমদানির ২২ হাজার টন চাল চট্টগ্রাম বন্দরে