• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

কুমিল্লা মহানগর আ.লীগ নেতা কবিরুল গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

  ১৭ জানুয়ারি ২০২৫, ১৪:১৮
ছবি: সংগৃহীত।

কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা কবিরুল ইসলাম শিকদারকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এবং কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সেনাবাহিনীর কুমিল্লা ২৩ বীরের ক্যাপ্টেন সাদমান। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে নগরীর মোঘলটুলি এলাকায় তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গত জুলাই-আগস্ট মাসের আন্দোলনে তার সক্রিয় ভূমিকা ছিল। সাম্প্রতিক গোয়েন্দা তথ্য অনুযায়ী তিনি আওয়ামী লীগ অনুসারীদের পুনরায় সংগঠিত করার চেষ্টা চালাচ্ছিলেন। এ ছাড়া আসন্ন ১৮ জানুয়ারি আওয়ামী লীগের ঘোষিত হরতাল সফল করতে তিনি সক্রিয় ভূমিকা নিচ্ছিলেন।

সেনাবাহিনীর ক্যাপ্টেন সাদমান বলেন, ২৩ বীরের সাহসী ও দ্রুত পদক্ষেপের ফলে কবির শিকদারকে দ্রুত গ্রেপ্তার করা হয়েছে। কবির শিকদারের বিরুদ্ধে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় একাধিক মামলা রয়েছে। অভিযানের পর তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, সেনাবাহিনীর অভিযানে মহানগর আওয়ামী লীগ নেতা কবিরুল ইসলাম শিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। কবির শিকদারের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় তিনটি মামলা রয়েছে।

আরটিভি/এএএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: নুর
হিটলারের নাৎসি বাহিনীর মত নিষিদ্ধ করতে হবে আ.লীগকে: রাশেদ খাঁন 
আ.লীগের আমলে পাচারকৃত অর্থ ফেরত আনতে হবে: জামায়াত আমির
হামলা-লুটপাট ও অগ্নিসংযোগসহ সব নির্যাতন করেছে আ.লীগ: হিন্দু মহাজোট সভাপতি