• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় ইমাম নিহত 

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ জানুয়ারি ২০২৫, ১৬:৪৬
ফাইল ছবি

গাজীপুরের কালিয়াকৈরে সিএনজি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আব্দুল করিম (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি বলিয়াদি গাংপাড়া মসজিদের ইমাম।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সোনাখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

করিম টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার বহুড়া এলাকার দুলাল উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, করিম মোটরসাইকেলযোগে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বলিয়াদী গাংপাড়া মসজিদ থেকে কালিয়াকৈরের উদ্দেশে রওনা দিলে উপজেলার সোনাখালি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনি নিহত হন। দুর্ঘটনার পরপরই সিএনজির চালক পালিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিএনজিটি জব্দ করে।

কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. হযরত আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি স্বজনরা মরদেহ নিয়ে গেছে। তবে সিএনজিটি জব্দ করা হয়েছে।

আরটিভি/এমএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘোড়াশালে ট্রাক-বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮
তিন দিন পর বিয়ে, সড়কে প্রাণ গেল হুমায়ুনের
নাশতা করে বাড়ি ফিরছিলেন ৩ মোটরসাইকেল আরোহী, চাপা দিলো বাস
ছেলেকে হাসপাতালে নিতে গিয়ে সড়কে প্রাণ গেল বাবার