• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন স্থগিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ জানুয়ারি ২০২৫, ১৮:১২
ছবি: আরটিভি

প্রায় এক দশক পর হতে যাওয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলনের তারিখ আবারও পেছাল। অনুরোধ রক্ষার কথা বলার পর এবার অনিবার্য কারণ বশত: বিএনপির সম্মেলন হচ্ছে না বলে জানানো হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) সদর উপজেলার বিরাশার এলাকায় বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের সদর দপ্তর সংলগ্ন স্কুল অ্যান্ড কলেজ মাঠে ওই সম্মেলন হওয়ার কথা ছিল। এর আগে ২৮ ডিসেম্বর সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়।

জেলা বিএনপির সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আ জ ম মোরশেদ আল মামুন লিটন স্বাক্ষরিত ১৬ জানুয়ারি রাতে দেওয়া এক গণবিজ্ঞপ্তিতে তা সাময়িক স্থগিত করার কথা জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সকল ইউনিটের ভোটারগনের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পূর্ব ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৮ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা কমিটি নির্বাচনের দিন ধার্য থাকলেও নির্বাচন কমিশনের সকল সদস্যদের সঙ্গে আলোচনা সাপেক্ষে অনিবার্য কারণে উক্ত নির্বাচন সাময়িক ভাবে স্থগিত ঘোষণা করা হলো। আগামী ২০ জানুয়ারি সম্মেলনের তারিখ পুনরায় ঘোষণা করা হবে।

এর আগে, গত ২৮ ডিসেম্বর সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছিল। জেলা বিএনপির একাংশের ভোটার (কাউন্সিলর) তালিকা নিয়ে অভিযোগের প্রেক্ষিতে তখন সম্মেলন স্থগিত করা হয়। পরে ১৮ জানুয়ারি নতুন তারিখ ঘোষণা করা হয়।

সম্মেলন স্থগিত হওয়ার বিষয়ে জানতে জেলা বিএনপির আহবায়ক এডভোকেট আব্দুল মান্নান ও সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজের মোবাইল নাম্বারে ফোন করে সাড়া পাওয়া যায়নি।

আরটিভি/এমএ


মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শনিবার সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
গণতন্ত্র ফিরিয়ে আনাই হবে সরকারের মূল দায়িত্ব: মঈন খান
যুবদল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন
মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের অংশগ্রহণ কম ছিল: রিজভী