• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: নুর

কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ জানুয়ারি ২০২৫, ১৯:৫৮
ছবি: আরটিভি

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, আওয়ামী লীগ যদি এই দেশের মাটিতে রাজনীতি করার সুযোগ পায় তাহলে কালসাপ হয়ে জাতিকে দংশন করবে। সেজন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশী কলেজ মাঠে জেলা গণঅধিকার পরিষদ আয়োজিত কর্মী পুনর্মিলনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই।

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার দাবি জানিয়ে নুর বলেন, না হলে রাজনীতির কালচার পরিবর্তন হবে না। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে নতুন নতুন নেতৃত্ব উঠে আসবে; রাজনীতি ও নির্বাচনের সংস্কৃতে পরিবর্তন আসবে।

এ সময় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

আরটিভি/এমএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাখাইনে আরাকান আর্মির কর্তৃত্ব ঘিরে জটিল হচ্ছে ভূ-রাজনীতি
নতুন মাহফিলের স্থান জানালেন আজহারী
হিটলারের নাৎসি বাহিনীর মত নিষিদ্ধ করতে হবে আ.লীগকে: রাশেদ খাঁন 
আ.লীগের আমলে পাচারকৃত অর্থ ফেরত আনতে হবে: জামায়াত আমির