বগুড়ায় বেঙ্গল মোবাইলের রিটেইলার মিট অনুষ্ঠিত
বাংলাদেশের বহুল বিক্রিত ও স্বনামধন্য ব্র্যান্ড বেঙ্গল মোবাইলের বগুড়া জেলার খুচরা বিক্রেতাদের নিয়ে বেঙ্গল মোবাইলের রিটেইলার মিট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে জেলার পরিবেশক শ্রাবণী ইলেকট্রনিক্সের উদ্যোগে পাঁচ তারকা হোটেল মম ইনে বেঙ্গল মোবাইলের রিটেইলার মিট ২০২৫ অনুষ্ঠিত হয়।
শ্রাবণী ইলেকট্রনিক্স এর ম্যানেজিং ডিরেক্টর প্রণব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিনেক্স ইলেকট্রনিক্স বাংলাদেশ লিমিটেডের সিওও প্রকৌশলী নাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, বেঙ্গল মোবাইলের ন্যাশনাল সেলস ম্যানেজার ইকরামুজ্জামান খান এবং ডেপুটি ন্যাশনাল সেলস ম্যানেজার রাসেল মাহমুদ।
অনুষ্ঠানে প্রকৌশলী নাহিদুল ইসলাম বলেন, বেঙ্গল গ্রুপের নিজস্ব কারখানায় উৎপাদিত বেঙ্গল মোবাইল বরাবরের মতো তার মানসম্মত পণ্য উৎপাদনের বদ্ধ পরিকর। অভিজ্ঞ কোয়ালিটি কন্ট্রোল টিমের সহযোগিতায় প্রতিটি মোবাইল উৎপাদনের সময় শতভাগ মান নিশ্চিত করা হয়।
তিনি আরও বলেন, সমগ্র বাংলাদেশে পণ্যের শতভাগ গ্রাহক সেবা নিশ্চিত করতে বেঙ্গল মোবাইলের ১৪টি সার্ভিস সেন্টার এবং ৪৩টি কালেকশন পয়েন্ট কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে সকল খুচরা বিক্রেতাদের সঙ্গে মতবিনিময় শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাফেল ড্র অনুষ্ঠিত হয়।
আরটিভি/এমএ/এআর
মন্তব্য করুন