• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

কুয়াশায় ঢাকা পড়েছে পঞ্চগড়, তাপমাত্রা ১১.৮ ডিগ্রি

আরটিভি নিউজ

  ১৮ জানুয়ারি ২০২৫, ১২:২০
ছবি: সংগৃহীত।

পঞ্চগড়ে আবারও জেঁকে বসেছে শীত। তাপমাত্রার পারদ ১১ থেকে ১২ ডিগ্রির ঘরে ওঠানামা করছে। বেলা বাড়লেও নেই সূর্যের দেখা। দিনের আলোতেও হেডলাইট জ্বালিয়ে সাবধানে চলাচল করছে যানবাহন। বরাবরের মতো দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের মানুষের।

শনিবার (১৮ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এর আগে সকাল ৬টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বলেন, শনিবার সকাল ৬টায় ১২ দশমিক ৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হলেও সকাল ৯টায় তা কমে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে ঠান্ডা বাতাসের সঙ্গে আকাশে মেঘ থাকায় কুয়াশা বেড়েছে জেলাজুড়ে।

আরটিভি/এএএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আগামী ৭২ ঘণ্টা তাপমাত্রা কেমন কমবে, জানাল আবহাওয়া অফিস
অন্যায় ঠেকাতে জেলা-উপজেলায় গ্রুপ করা হবে: সারজিস
রাতে অপরিবর্তিত থাকলেও কমতে পারে দিনের তাপমাত্রা
পঞ্চগড়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ