রাজবাড়ীতে প্রতিবাদ সমাবেশ থেকে ফেরার পথে যুবদল কর্মী গুলিবিদ্ধ
রাজবাড়ীর পাংশার পাট্টায় যুবদল নেতা ফরহাদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শেষে ফেরার পথে মনিরুল ইসলাম (৪০) নামে এক যুবদল কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাট্টা ইউনিয়নের গোলাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মনিরুল ইসলাম পাট্টার আকবর বিশ্বাসের ছেলে এবং ইউনিয়ন যুবদলের একজন সক্রিয় কর্মী।
জানা গেছে, পাংশা উপজেলা যুবদল নেতা ও জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সদস্য ফরহাদ হোসেন সোহাগের (৩০) ওপর বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে পাট্টার গোলাবাড়ী এলাকায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকেলে পাট্টা ইউনিয়ন যুবদলের আয়োজনে জাগিরকয়া নতুন বাজারে প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন পাংশা উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ।
সমাবেশ শেষে সন্ধ্যার পর প্রধান অতিথির গাড়িবহর পাংশা শহরে ফেরার পথে গোলাবাড়ী এলাকায় পৌঁছালে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে একদল দুর্বৃত্ত। এ সময় পাট্টা ইউনিয়ন যুবদল কর্মী মনিরুল গুলিবিদ্ধ হন। তার বাম হাতে গুলি লেগেছে।
পাট্টা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহিরুল আলম মুরাদ বিশ্বাস বলেন, প্রতিবাদ সভা শেষ করে ফেরার পথে গোলাবাড়ী এলাকায় পাংশা উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফের গাড়িবহর লক্ষ্য করে সজলসহ ৮-১০ জনের একদল আওয়ামী সন্ত্রাসী গুলি করে। এ সময় ইউনিয়ন যুবদল কর্মী মনিরুলের হাতে গুলি লাগে। পরে তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার যারা যুবদল নেতা ফরহাদের ওপর হামলা করেছে, আজও (শুক্রবার) তারাই হামলা করেছে। এই সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনতে না পারলে এলাকার ভয়াবহ অবস্থা হবে।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং খোঁজখবর নিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
আরটিভি/এএএ/এস
মন্তব্য করুন