কুমিল্লার মহিষমারা উচ্চবিদ্যালয়ের রজতজয়ন্তী উৎসব
নানান আয়োজনের মধ্যদিয়ে কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের মহিষমারা উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠার ২৫ বছর উদযাপন উপলক্ষে বিদ্যালয় মাঠে রজতজয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে রজতজয়ন্তী উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মান্নান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট একলাছ উদ্দিন ভূঁইয়া।
সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদ আহমেদ এবং পরিচালনা করেন সহকারী শিক্ষক জিয়া উদ্দিন টুটুল ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আরটিভির স্টাফ রিপোর্টার গোলাম কিবরিয়া, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম ভূঁইয়া, উপজেলা বিএনপির উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদুল হক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক জামিলুর রহমান তানিম, বিশিষ্ট ব্যবসায়ী এরশাদ হোসেন ভূঁইয়া মেম্বার, আলমগীর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হান্নান, মো. বিল্লাল হোসেন, নজরুল ইসলাম ভূঁইয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল রফিক ভূঁইয়া, অ্যাডভোকেট ইরফান ইসলাম, প্রবাসী আবু সাঈদ, আবু নাঈম চৌধুরী।
এ সময় এলাকার বিভিন্ন শ্রেণির গন্যমান্য ব্যক্তি এবং শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে কুমিল্লার বিখ্যাত সংগীত শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করে দর্শক শ্রোতাদের আনন্দ উৎসবে মুগ্ধ করে।
আরটিভি/এএএ
মন্তব্য করুন