• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

চট্টগ্রামে মাদকসহ পুলিশের এএসআই গ্রেপ্তার

আরটিভি নিউজ

  ১৮ জানুয়ারি ২০২৫, ১৪:৩১
ছবি: সংগৃহীত।

চট্টগ্রামে মাদকদ্রব্য আইসসহ আলমগীর হোসেন নামে পুলিশের এক সদস্যকে তার সহযোগীসহ গ্রেপ্তার করেছে র‍্যাব।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে নগরীর চকবাজার থানার মেহেদী বাগ এলাকা থেকে ওই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সহযোগী মেহেদী হাসানকেও গ্রেপ্তার করা হয়।

আলমগীর হোসেন চট্টগ্রাম নগর পুলিশের জনসংযোগ শাখায় সহকারী উপপরির্দশক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে নগরের মেহেদী বাগ এলাকা থেকে ১৬০ গ্রাম আইসসহ তাকে (আলমগীর হোসেন) গ্রেপ্তার করা হয়। পরে তাকে চকবাজার থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

নগর পুলিশের উপকমিশনার (অপরাধ) রইছ উদ্দিন বলেন, মাদকসহ গ্রেপ্তার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে।

আরটিভি/এএএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্র-জনতার ওপর হামলা, নিষিদ্ধ ছাত্রলীগকর্মী গ্রেপ্তার
সরকার সুষ্ঠু নির্বাচন দিতে কাজ করছে: সড়ক উপদেষ্টা
৪০ মাজার-দরগাহে হামলা ভাঙচুর: গ্রেপ্তার ২৩
বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেপ্তার