পুলিশ পরিচয়ে ছিনতাই, অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক
কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশ পরিচয়ে ছিনতাই করার সময় দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি অস্ত্র, পাঁচ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও একটি চাকু জব্দ করা হয়।
শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে ভেড়ামারা-প্রাগপুর সড়কের হাওয়াখালি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক দুজনের মধ্যে একজন দৌলতপুরের বাহিরমাদী এলাকার রজব সরকার। তিনি মথুরাপুর পিপলস ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি। অন্যজন তার সহযোগী একই এলাকার দুর্জয়।
থানা-পুলিশ সূত্রে জানা যায়, ছাগলের ব্যাপারী পাবনার কাশীনাথপুর এলাকার জহুরুল ও ঈশ্বরদীর শেখ পাড়ার মিন্টু দৌলতপুর থেকে ভেড়ামারায় আসছিলেন। ভেড়ামারার হাওয়াখালি এলাকায় রজব সরকার ও দুর্জয় পুলিশের পরিচয় দিয়ে তাদের পথরোধ করেন। এ সময় অবৈধ মালামাল আছে জানিয়ে ওই ব্যবসায়ীদের মারধর করেন এবং ছিনতাইয়ের চেষ্টা চালান। একপর্যায়ে স্থানীয় লোকজন দুজনকে বেঁধে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে রজব ও দুর্জয়কে আটক করে। এ সময় রজবের কাছ থেকে একটি বিদেশি অস্ত্র, পাঁচ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন এবং দুর্জয়ের থেকে একটি বিদেশি চাকু জব্দ করা হয়।
ভুক্তভোগী জহুরুল জানান, উপজেলার হাওয়াখালি নামকস্থানে আমাদেরকে দুজন পুলিশ পরিচয় দিয়ে থামতে বলে। পরে আমাদের পকেট চেক করতে থাকে। একপর্যায়ে আমরা চিৎকার দিলে স্থানীয়রা গিয়ে তাদের বেঁধে রাখে। আমরা পালিয়ে যাই।
ভেড়ামারা থানার পরিদর্শক (তদন্ত) রকিবুল ইসলাম বলেন, বিদেশি অস্ত্র, গুলিসহ দুজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরটিভি/এএএ/এস
মন্তব্য করুন