• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

বান্দরবানে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩

বান্দরবান প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৮ জানুয়ারি ২০২৫, ১৪:৪৬
ফাইল ছবি।

বান্দরবানের আলীকদমে ট্রাকের সঙ্গে সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুর ১টায় উপজেলার চৈক্ষ্যং ইউপির তারাবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. বেলাল (৩০), মো. মিনহাজ (১৮) ও মো. ছৈয়দ আমিন (৪৫)।

স্থানীয়রা জানান, আলিকদম থেকে দুটি ট্রাক প্রতিযোগিতা দিয়ে বেপরোয়া গতিতে লামা উপজেলার দিকে যাচ্ছিল। এসময় তারাবুনিয়া এলাকায় পৌঁছালে কক্সবাজার ট্রাকটি বিপরীত দিকগামী তিন মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই তিনজনই নিহত হন।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা জহির উদ্দীন গণমাধ্যমকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।

আরটিভি/এএএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধামরাইয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ১ 
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অভিনেতার
বরিশালে বাসের ধাক্কায় প্রাণ গেল সেনা সদস্যের স্ত্রীর
কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় ইমাম নিহত