• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ফের উত্তেজনা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৮ জানুয়ারি ২০২৫, ১৬:৩৪
চাঁপাইনবাবগঞ্জ
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা ও কিরণগঞ্জ সীমান্তের মাঝামাঝি এলাকায় আবারও উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) সকাল থেকেই এ উত্তেজনা দেখা দেয়।

ফসলি জমি ও আম গাছ কাটার অভিযোগে বাংলাদেশিরা সীমান্তে জড়ো হয়। অন্যদিকে ভারতীয় অংশে ফসল কেটে নেওয়ার অভিযোগ করে ভারতীয়রা সীমান্তে জড়ো হয়। এ ঘটনায় তিন-চার জন বাংলাদেশি আহত হয়েছেন। এ ছাড়াও ভারতীয় অংশ থেকে টিয়ার সেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, সীমান্তে বাংলাদেশি দুই যুবক ঘাস কাটতে গেলে ভারতীয় অংশের ফসলি জমি বিনষ্ট করার অভিযোগ তুলে তাদের মারধর করে ভারতীয়রা। এ নিয়ে সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়। পরে ভারতীয়রা বাংলাদেশের অংশে আম ও ফসলি জমি বিনষ্ট করে, এতে ক্ষিপ্ত হয়ে সীমান্ত এলাকার মানুষ জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে।

বর্তমানে বিজিবি সদস্যরা সীমান্তে স্থানীয়দের সামাল দিতে চেষ্টা করে যাচ্ছেন। ঘটনাস্থলে চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া অবস্থান করছেন। বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে এক বার্তায় বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছেন বিজিবি সদস্যরা। ঘটনার বিস্তারিত গণমাধ্যমকর্মীদের জানানো হবে।

আরটিভি/এফএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সংঘর্ষ: বিএসএফের দুঃখ প্রকাশ
কাঁটাতারের বেড়ায় কাচের বোতল ঝুলিয়েছে বিএসএফ, আতঙ্কে সীমান্তবর্তীরা
ট্যানারি গোডাউনের আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি
সুনামগঞ্জ সীমান্তে ২ ভারতীয় নাগরিক আটক