• ঢাকা রোববার, ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১
logo

কোম্পানীগঞ্জে আ.লীগ কর্মীর নেতৃত্বে হামলা, আহত ৭

আরটিভি নিউজ

  ১৮ জানুয়ারি ২০২৫, ২১:৩০
কোম্পানীগঞ্জ থানা
ছবি: সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মী ‌‌‘হাত কাটা’ জামাল উদ্দিন ও সবুজের নেতৃত্বে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাতজন আহত হয়েছেন।

শনিবার (১৮ জানুয়ারি) বিকেল ৩টায় উপজেলার হাবিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—আবদুল হালিম (৬০), আরিফুল ইসলাম (২৫), পারুল আক্তার (৫০), আবদুল হাই (৩৫), ফারুক হোসেন (৪০), আলেয়া বেগম (৪৫) ও নাছিমা আক্তার (৪২)।

আহতদের স্বজনরা জানান, বিগত সময়ে আওয়ামী লীগ নেতা জামালের নেতৃত্বে পারুল আক্তারের বেশ কিছু জায়গা জবরদখল করা হয়। ঘটনার দিন শনিবার বিকেলে পারুল তার নির্মাণাধীন ওয়াল ও ওয়াশরুমের কাজ করতে গেলে জামালের নেতৃত্বে সবুজ, রিয়াজ ও বাবু বাড়িতে এসে অতর্কিতভাবে ঢালাই ভেঙে দেয় এবং হামলা চালায়।

একপর্যায়ে তাদেরকে বাধা দিলে তারা দেশীয় অস্ত্র নিয়ে মহিলা ও পুরুষদের কুপিয়ে এবং পিটিয়ে গুরুত্বর আহত করে। পরে ৯৯৯-এ ফোন দিলে পুলিশ এসে তাদের উদ্ধার করে। এরপর আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুত্বর।

অভিযুক্ত আওয়ামী লীগ কর্মী ‘হাত কাটা’ জামাল উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. ফৌজুল আজিম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। জড়িত অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এফএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাগরপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার 
আওয়ামী লীগ পঙ্গু হয়ে গেছে, সুস্থ হওয়ার সম্ভাবনা নেই: আবু হানিফ
আ.লীগের নির্বাচনে অংশ নেওয়া নিয়ে যা বললেন ফখরুল
আ.লীগের আমলে বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা: টুকু