পণ্যবাহী ৩ কার্গো জাহাজ এখনও ফেরত দেয়নি আরাকান আর্মি

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ , ১০:৪২ পিএম


কার্গো জাহাজ
ছবি: আরটিভি

মিয়ানমার থেকে পণ্য নিয়ে টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফ নদীর মোহনা থেকে ছিনিয়ে নেওয়া পণ্যবাহী তিনটি কার্গো জাহাজ এখনও ফেরত দেয়নি আরাকান আর্মি।

বিজ্ঞাপন

নাফনদীর নাইক্ষ্যংদিয়ায় বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে তল্লাশির কথা বলে কার্গোগুলো আটক করে নিয়ে যায় আরাকান আর্মি। শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত তারা জাহাজগুলো ছাড়েনি।

টেকনাফ কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মাসুদ আলম কার্গো তিনটি আরাকান আর্মি ধরে নিয়ে যাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, মায়ানমারে চলমান গৃহযুদ্ধে গত ৮ ডিসেম্বর রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের নিয়ন্ত্রণ নেয় আরাকান আর্মি। এরপর থেকে বাণিজ্যের কোনো পণ্যবাহী জাহাজ টেকনাফ বন্দরে আসেনি।

সর্বশেষ ৩ ডিসেম্বর মায়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে পণ্যবাহী জাহাজ আসে। আটকে রাখা তিনটি কার্গোয় আচার, শুঁটকি, সুপারিসহ ৩০ হাজারের বেশি পণ্যের বস্তা রয়েছে।

টেকনাফ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহতেশামুল হক বাহাদুর বলেন, কার্গোগুলো ছাড়িয়ে আনার ব্যাপারে আমরা কথা বলছি।

বিজ্ঞাপন

কক্সবাজারের বিজিবি সেক্টরের পরিচালক (অপারেশন) লে. কর্নেল জসিম উদ্দিন বলেন, ‘পণ্য নিয়ে তিনটি কার্গো টেকনাফ স্থলবন্দরে আসার পথে মায়ানমারের জলসীমায় তল্লাশির কথা বলে সেগুলো নিয়ে গেছে আরাকান আর্মি। বিষয়টি বাংলাদেশের জলসীমার বাইরে। বিষয়টির ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।’

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission