• ঢাকা রোববার, ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১
logo

কক্সবাজারে পর্যটকদের জিম্মি করে ছিনতাই, গ্রেপ্তার ৬

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ জানুয়ারি ২০২৫, ০০:২৫
কক্সবাজারে পর্যটকদের জিম্মি করে ছিনতাই, গ্রেপ্তার ৬
ছবি : সংগৃহীত

কক্সবাজার সমুদ্র সৈকতে ৩ পর্যটককে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার তাদের গ্রেপ্তারের পাশাপাশি লুট করা মালামাল উদ্ধার করা হয়।

শনিবার (১৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।

গ্রেপ্তারকৃতরা হলেন, চট্টগ্রামের লোহাগড়া উপজেলার ভবানীপুরের বড় হাতিয়া গ্রামের ফাহিম রাজ (২২) ও স্কুলরোড এলাকার শহিদুল ইসলাম (২২), কক্সবাজারের টেকপাড়া কালুর দোকান এলাকার শাখাওয়াত বিন কাইয়ুম ওরফে আকাশ (২৭), বিজিবি ক্যাম্প-সংলগ্ন চৌধুরী পাড়ার আশরাফুল ইসলাম (১৯), সমিতি পাড়ার সৈয়দ নুর (২০) ও মো. জিসান (১৯)।

কক্সবাজার মডেল থানার ওসি মো. ইলিয়াস খান বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধে মামলা রয়েছে।’

কক্সবাজার পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, ‘সৈকতের ঝাউবাগানসহ বিভিন্ন এলাকায় ছিনতাইকারীরা আগে থেকেই অবস্থান করে থাকে। সুযোগ বুঝে তারা পর্যটকদের মালামাল ছিনতাই করে। এ রকম আরও কয়েকটি টিম রয়েছে। তাদের আটকে অভিযান চালছে।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কক্সবাজারে পাহাড়ে বন্যহাতির মৃত্যু
পুলিশ পরিচয়ে ছিনতাই, অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক
লবণ শিল্পে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কাজ করছে সরকার: আদিলুর রহমান
মসজিদের বাথরুম থেকে মুসল্লির মরদেহ উদ্ধার