ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

কক্সবাজারে পর্যটকদের জিম্মি করে ছিনতাই, গ্রেপ্তার ৬

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ১৯ জানুয়ারি ২০২৫ , ১২:২৫ এএম


loading/img
ছবি : সংগৃহীত

কক্সবাজার সমুদ্র সৈকতে ৩ পর্যটককে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার তাদের গ্রেপ্তারের পাশাপাশি লুট করা মালামাল উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

শনিবার (১৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।

গ্রেপ্তারকৃতরা হলেন, চট্টগ্রামের লোহাগড়া উপজেলার ভবানীপুরের বড় হাতিয়া গ্রামের ফাহিম রাজ (২২) ও স্কুলরোড এলাকার শহিদুল ইসলাম (২২), কক্সবাজারের টেকপাড়া কালুর দোকান এলাকার শাখাওয়াত বিন কাইয়ুম ওরফে আকাশ (২৭), বিজিবি ক্যাম্প-সংলগ্ন চৌধুরী পাড়ার আশরাফুল ইসলাম (১৯), সমিতি পাড়ার সৈয়দ নুর (২০) ও মো. জিসান (১৯)।

বিজ্ঞাপন

কক্সবাজার মডেল থানার ওসি মো. ইলিয়াস খান বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধে মামলা রয়েছে।’

কক্সবাজার পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, ‘সৈকতের ঝাউবাগানসহ বিভিন্ন এলাকায় ছিনতাইকারীরা আগে থেকেই অবস্থান করে থাকে। সুযোগ বুঝে তারা পর্যটকদের মালামাল ছিনতাই করে। এ রকম আরও কয়েকটি টিম রয়েছে। তাদের আটকে অভিযান চালছে।’

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |