হাসিনার দোসররা দেশে বসে ষড়যন্ত্র করছে: শামা ওবায়েদ
হাসিনার দোসররা দেশে বসে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নে স্থানীয় বিএনপির এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
শামা ওবায়েদ বলেন, এখনও আমাদের আন্দোলন শেষ হয় নাই। আমাদের আন্দোলন চলবে। কারণ শেখ হাসিনা ভারতে বসে আর তার দোসরা বাংলাদেশে বসে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রকারীদের কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না। তারা আমাদের মধ্যে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করবে। সেই সুযোগ যেন তারা না পায়। তাই সব নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, গত ১৫ বছরে সারাদেশে আমাদের বহু নেতাকর্মী গুম ও খুন হয়েছে। আন্দোলনেও অনেক নেতাকর্মী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন বেগম খালেদা জিয়া। তিনি বিনাকারণে জেল খেটেছেন। তিনি অসুস্থ, তার জন্য সবাই দোয়া করবেন।
তিনি আরও বলেন, আপনারা যে ১৭ বছর ধরে নির্যাতিত হয়েছেন। আপনারা তো গ্রাম্য দলপক্ষ করেন। আওয়ামী লীগের নেতাকর্মী দলপক্ষের দোহাই দিয়ে আপনাদের ঘাড়ে চেপে বসতে চাইছে। দলপক্ষ ভারী করার জন্য আপনারাই তাদের ফোন দেন। এগুলো বন্ধ করতে হবে। আওয়ামী লীগ দিয়ে আমাদের দল ভারী করার দরকার নাই। বিএনপিকেই শক্তিশালী করতে হবে।
সালথা উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে উঠান বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলা বিএনপির সহসভাপতি শাহিন মাতুব্বর, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট লাভলু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজাদ মাতুব্বর, বল্লভদী ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর মাতুব্বর, উপজেলা যুবদল নেতা মো. মাহফুজ খান, এনায়েত হোসেন, মিরান মাতুব্বর, শ্রমিকদল নেতা কালাম হোসেন প্রমুখ।
এর আগে শামা ওবায়েদ দলীয় নেতাকর্মীদের নিয়ে বল্লভদী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সদ্য প্রয়াত আলতাফ মাতুব্বরের কবর জিয়ারত করেন।
আরটিভি/এমকে
মন্তব্য করুন