প্রবাসী কল্যাণ সোসাইটির উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার প্রবাসী কল্যাণ সোসাইটির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০টি দুঃস্থ, অসহায় ও দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এ সময় দুটি মসজিদে নগদ অর্থও প্রদান করা হয়।
শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে আদমপুর ফাজিল ডিগ্রি মাদরাসা মাঠে এ নগদ অর্থ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সোসাইটির প্রধান উপদেষ্টা ও বিজয়নগর উপজেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের ছাত্র আহ্বায়ক যুক্তরাষ্ট্র প্রবাসী শাহ মোয়াললেম হোসাইনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটি হারভার্ড আরভিং মেডিকেল সেন্টার সুপারভাইজার শাহ মোফাচ্ছের আহমেদ শাহী। আদমপুর ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মাওলানা খান মো. আশেকে এলাহীর সভাপতিত্বে মুফতি আতাউল্লাহ কাসেমীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মার্কিন দূতাবাসের ডিজিটাল ডেভেলপমেন্ট অ্যাডভাইজার আমিনুল হক চৌধুরী, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আহসান হাবিব তালুকদার, সোসাইটির সহপ্রধান উপদেষ্টা মো. কামাল হোসেন, আলী আজম ভূঁইয়া, কবির আহমেদ, আল আমিন ভূঁইয়াসহ আরও অনেকে।
আয়োজিত অনুষ্ঠানে দুটি মসজিদ নির্মাণে এবং ১০টি পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বক্তৃতায় শাহ মোয়াল্লেম হোসাইনের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও সোসাইটির সামাজিক কর্মকাণ্ড নিয়ে প্রশংসা করেন। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার জন্য আশা ব্যক্ত করেন।
আরটিভি/এমকে
মন্তব্য করুন