• ঢাকা শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪, ১০ কার্তিক ১৪৩১
logo

বিজয়নগরে ৬ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

আখাউড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ অক্টোবর ২০২৪, ১৯:৪১
বিজয়নগরে ৬ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
ছবি : আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৬ সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মিথ্যা চাঁদাবাজি মামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার মির্জাপুর মোড়ে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিকস ও অনলাইন নিউজপোর্টালে কর্মরত সাংবাদিকসহ স্বেচ্ছাসেবী ও সুশীল সমাজের মানুষ অংশ নেন।

এতে বক্তারা বলেন, “পুলিশের পরকীয়া বাধা দেওয়ায় সাংবাদিক জেলে” শিরোনামে সংবাদ প্রকাশের কারণে দৈনিক যুগান্তর প্রতিনিধি, বিজয়নগর উপজেলা প্রেসক্লাবের সভাপতিসহ ৬ সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা এটা সাংবাদিকদের কণ্ঠরোধ করার পায়তারা, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।

বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে এ ৬ জন সাংবাদিক সুনামের সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করছেন। তাদের বিরুদ্ধে এ ধরনের মামলা স্বাধীন সাংবাদিকতাকে প্রশ্নবিদ্ধ করবে।

তারা অবিলম্বে এ মামলা থেকে ৬ সাংবাদিকের নাম প্রত্যাহারে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

অন্যথায় আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে বলে জানান সাংবাদিক নেতারা।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাবিতে যত্রতত্র গাছ কেটে ভবন নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন
নদীভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন
রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে রাবিতে মানববন্ধন
কুমিল্লা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন