জয়পুরহাটে বালুবোঝাই ট্রাকের ধাক্কায় হৃদয় হোসেন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (১৮ জানুয়ারি ) রাতে জয়পুরহাট পৌর শহরের গারিয়াকান্ত এলাকার জয়পুরহাট-ধামইরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ওসি শাহেদ আল মামুন।
নিহত হৃদয় হোসেন জয়পুরহাট সদর উপজেলার তেরগাঁতী গ্রামের গাউছুল আজম বাবুর ছেলে।
এ বিষয়ে ওসি শাহেদ আল মামুন বলেন, হৃদয় হোসেন জয়পুরহাট শহরের মুন মার্কেটের আরএফএল শোরুমে চাকরি করতেন। রাতে শোরুম থেকে বাড়ি ফিরছিলেন। পথে একটি বালুবোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।
আরটিভি/এমকে