‘দেড় মাসের আন্দোলনে সরকার পতন হয়েছে ভাবা লোকজন বোকার স্বর্গে আছেন’
দেড় মাসের আন্দোলনে সরকার পতন হয়েছে ভাবা লোকজন বোকার স্বর্গে আছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।
শনিবার (১৮ জানুয়ারি) পটুয়াখালীর পুরাতন আদালত মাঠে জেলা বিএনপির কর্মীসভায় এ মন্তব্য করেন তিনি।
আব্দুল আউয়াল মিন্টু বলেন, যতদিন দেশে জনগণের সরকার নির্বাচিত না হয়, অবাধ-গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার না পাই ততদিন আমাদের আন্দোলন থামবে না।
তিনি বলেন, আমরা আশা করি বিএনপি পারবে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। মানুষের সব রকমের স্বাধীনতা, সাংবিধানিক স্বাধীনতা, মৌলিক স্বাধীনতা ও অধিকার ফিরিয়ে দিতে পারে। বিএনপি একটি গণতান্ত্রিক দল হিসেবে আমাদের দায়িত্ব দলকে সুসংগঠিত করা।
তিনি আরও বলেন, ১৮ বছর বিএনপি আন্দোলন-সংগ্রাম করেছে। বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে এক লাখ ৬০ হাজার মামলা হয়েছে। বিএনপির ৬০ লাখ নেতাকর্মী মামলার আসামি হয়েছে।
পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক আবদুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে ও সদস্যসচিব স্নেহাংশু সরকারের সঞ্চালনায় কর্মীসভায় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুস রহমান ও মাহবুবুল হক নান্নু উপস্থিত ছিলেন।
আরটিভি/এমকে
মন্তব্য করুন