• ঢাকা রোববার, ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১
logo

চাঁদপুর প্রেসক্লাবের ২০২৫ সালের কার্যনির্বাহী পরিষদের অভিষেক

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

  ১৯ জানুয়ারি ২০২৫, ০৭:০০
চাঁদপুর প্রেসক্লাবের ২০২৫ সালের কার্যনির্বাহী পরিষদের অভিষেক
ছবি : আরটিভি

ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেসক্লাবের ২০২৫ সালের কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় প্রেসক্লাব ভবনের তৃতীয় তলায় আয়োজিত অনুষ্ঠানে প্রেসক্লাবের সবধরণের সদস্য, সদস্যদের পরিবারবর্গ ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাদের পলাশের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, মেজর মোহাম্মদ আশিকুর রহমান আশিক, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার এ কে এম মাহবুবুর রহমান, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকত।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘প্রেসক্লাবের বন্ধন দেখে আমাদের ভালো লাগে। সাংবাদিক এবং লেখকদের মধ্যে অনেকটা ঐক্যমত থাকে না। আপনারা এক বছরের জন্য যে দায়িত্ব নিয়েছেন এটিকে গুরুত্ব দিয়ে পালন করবেন। যেন পরবর্তীতে আপনাদের কথা স্মরণ রাখেন সবাই। আমাদের কাজের ভুল ত্রুটি ধরিয়া দেবেন কিন্তু বিব্রত করবেন না এবং আমাদেরকে ছোট করবেন না। আপনাদের আগামী এক বছর সুন্দর কাটুক এই প্রত্যাশা করি।’

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ইতোমধ্যে আমরা ব্যবস্থা নিয়েছি। ইতোমধ্যে অস্ত্রসহ আমরা বেশ কিছু সদস্য গ্রেপ্তার করেছি। চাঁদপুরে কিশোরগ্যাং এবং মাদকসহ গ্রেপ্তারকৃতদের জন্য কেউ এখন পর্যন্ত তদবির করেনি। ওই দুটি বিষয় এখন আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।

অনুষ্ঠানের সংবর্ধনা প্রদান করা হয় জাতীয় সমবায় ইউনিয়নের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন শেখকে। একই সময় তিনি অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে সংবর্ধনা প্রদান করা হয় ইয়ুথ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেলিম খানকে। তিনিও সংবর্ধিত অতিথি হিসেবে অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন।

চাঁদপুর প্রেসক্লাবের ২০২৫ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত সদস্যরা পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথির হাত থেকে অভিষিক্ত হন।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুরে ভাসমান সেচ প্রকল্পের উদ্বোধন
চাঁদপুরের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
চাঁদপুর জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ডাকাতিয়া নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার