• ঢাকা রোববার, ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১
logo

পিরোজপুরে বাল্যবিয়ের অপরাধে বরের কারাদণ্ড

পিরোজপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ জানুয়ারি ২০২৫, ০৮:২৩
ছবি : আরটিভি

পিরোজপুরের কাউখালীতে বাল্যবিয়ের অপরাধে মো. রাহাত (১৯) নামের এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত রাহাত উপজেলার পারসাতুরিয়া গ্রামের আল আমিনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩-৪ দিন আগে কাউখালী উপজেলার পারসাতুরিয়া গ্রামের আল আমিনের ছেলে রাহাত বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার অপ্রাপ্তবয়স্ক (১৫) বছরের এক মেয়েকে তার পরিবারের অজান্তে তার বাড়িতে নিয়ে আসে। শনিবার বিকেলে রাহাতের পরিবার ওই মেয়ের সঙ্গে বিয়ের আয়োজন করে।

এর মাঝে গোপন সংবাদের ভিত্তিতে বাল্যবিয়ের খবর পেয়ে উপজেলা প্রশাসন থানা পুলিশ নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক বরের জন্ম-নিবন্ধনসহ প্রয়োজনীয় কাগজ যাচাই করলে বিবাহের জন্য তার অপ্রাপ্ত বয়স পাওয়ায় বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৭ (১) ধারায় বর রাহাতকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করে।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা জানান, বাল্যবিয়ের খবর পেয়ে বিকেলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাল্যবিবাহ নিরোধ আইনে বর রাহাতকে ৭ দিনের কারাদণ্ডের নির্দেশ প্রদান করা হয়। ভবিষ্যতে বাল্যবিবাহ নিরোধ করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/এএএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইমরান খানের ১৪ বছর কারাদণ্ড
পিরোজপুরে বাসচাপায় শালা-দুলাভাই নিহত
সাফা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা 
ডেসটিনির এমডিসহ ১৯ জনের ১২ বছরের কারাদণ্ড