• ঢাকা সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১
logo

নওগাঁয় গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার পেল আর্থিক সহায়তা

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ জানুয়ারি ২০২৫, ১৫:০৫
ছবি : আরটিভি

নওগাঁয় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ৯টি পরিবারের প্রত্যেককে ২ লাখ টাকা করে মোট ১৮ লাখ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পরিষদের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগের আর্থিক সহায়তায় এসব চেক বিতরণ করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক এএইচ ইরফান উদ্দিন আহমেদ, সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম, শহীদ ফাহমিন জাফরের মা কাজী লুলুল মাখমিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ফজলে রাব্বী, আরমান হোসেন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে শহীদ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক জানান, নওগাঁ জেলার ৯ জনের শহীদের প্রত্যেকের নাম গেজেটভুক্ত হয়েছে। তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা ও পরিবারগুলোর প্রতি যথাযথ সম্মান প্রদান করা হবে।

আরটিভি/এএএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রবাসী কল্যাণ সোসাইটির উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান
নওগাঁ প্রেস ক্লাবের আহ্বায়ক বুলবুল, সদস্যসচিব জয়
ডাকাতির সময় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৭
নওগাঁয় বেড়েছে শীতের তীব্রতা, তাপমাত্রা ১০.৪ ডিগ্রি