• ঢাকা রোববার, ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১
logo

ভূঞাপুরে ইউপি সদস্য ও তার স্ত্রীর হাত-মুখ বেঁধে ডাকাতি 

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ জানুয়ারি ২০২৫, ১৭:৪৪
ভূঞাপুরে ইউপি সদস্য ও তার স্ত্রীর হাত-মুখ বেঁধে ডাকাতি 
ছবি : আরটিভি

টাঙ্গাইলের ভূঞাপুরে সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম দুলালের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মুখ বাধা অবস্থায় ১০ থেকে ১১ জনের সংঘবদ্ধ ডাকাত দল ওই ইউপি সদস্য ও তার স্ত্রীর হাত-পা-মুখ বেঁধে মারপিট করে নগদ এক লাখ টাকা ও কয়েক ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়।

শনিবার (১৯ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার বাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভূঞাপুর থানার ওসি এ কে এম রেজাউল করিম।

ভুক্তভোগী সাবেক ইউপি সদস্য দুলাল জানান, রাত ৯টা ৫০ মিনিটে মুখ বাধা অবস্থায় ১০ থেকে ১১ জনের সংঘবদ্ধ একটি ডাকাত দল তার বাড়িতে প্রবেশ করে টাকার সন্ধান করতে থাকে। পরে দুলাল ও তার স্ত্রীর হাত-পা-মুখ বেধে ফেলে পৃথক দুটি রুমে আটকে রাখে তারা। দীর্ঘ সময় বাড়িতে অবস্থান করে আলমারি ভেঙে নগদ এক লাখ টাকা ও কয়েক ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ডাকাতরা। পরে দুলালের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং তাদের উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ।

এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম রেজাউল করিম বলেন, ‘খবর পেয়ে আমরা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় ডাকাতির মামলা দায়ের করা হয়েছে।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাগরপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার 
গাইবান্ধায় বিরোধ নিষ্পত্তি করতে গিয়ে ইউপি সদস্য খুন
গণতন্ত্র যতবার হোঁচট খেয়েছে বিএনপি পুনরুদ্ধার করেছে: টুকু
টাঙ্গাইলে বিয়ের দাবিতে প্রবাসীর স্ত্রীর অনশন