• ঢাকা সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১
logo

আশুলিয়ায় বাসচাপায় নিহত ১

আশুলিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ জানুয়ারি ২০২৫, ২২:৪৯
আশুলিয়ায় বাসচাপায় নিহত ১
ছবি: সংগৃহীত

আশুলিয়ায় বেপরোয়া যাত্রীবাহী বাসচাপায় একজন পোশাকশ্রমিক নিহত হয়েছেন। নিহত পোশাককর্মী শিলা বালা আশুলিয়ার নরসিংহপুরে একটি কারখানায় কাজ করেন। এ ঘটনায় জড়িত ঘাতক বাসের চালককে আটক করে বাসটি জব্দ করা হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের নরসিংহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিলা বালা (২৭) সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার সোনামুখী গ্রামের প্রবাশ চন্দ্রর মেয়ে। তিনি স্বামী রঞ্জনের সাথে তার মেয়ে সহ নরসিংহপুর এলাকায় ভাড়া থেকে বাংলাবাজারের হা-মীম গ্রুপের আর্টিস্টিক ডিজাইন লিমিটেড (এডিএল) পোশাক কারখানায় ফিনিশিং বিভাগে অপারেটর হিসাবে কাজ করতেন।

প্রাথমিকভাবে আটক বাসের চালকের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী মো. হানিফ বলেন, রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এ সময় ওই নারীকে আশুলিয়া স্মার্ট পরিবহন নামের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয় জনতা বাসসহ এর চালককে আটক করে পুলিশে হস্তান্তর করেন।

এ বিষয়ে আশুলিয়া থানা পুলিশের একটি সূত্র জানায়, বিকেল ৫টার দিকে কারখানা ছুটি হলে বাংলাবাজার থেকে নরসিংহপুর বাস স্ট্যান্ডে আসেন ওই নারী শ্রমিক। পরে বাইপাইল-আবদুল্লাহপুর সড়ক পারাপারের সময় আশুলিয়া স্মার্ট পরিবহনের একটি বেপরোয়া বাস তাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই মারা যায় শিলা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে বাসটির চালককে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে দুর্ঘটনাকবলিত বাসটি।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পিরোজপুরে বাসচাপায় শালা-দুলাভাই নিহত
এক্সপ্রেসওয়েতে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর  
আশুলিয়ায় জুলাই ঘোষণাপত্রের লিফলেট বিতরণ
আশুলিয়ায় নিখোঁজের ৬ দিনপর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার