• ঢাকা সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১
logo

‘জনগণ নয় ভারতের সম্পর্ক ছিল একটি দলের সঙ্গে’

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ জানুয়ারি ২০২৫, ২৩:১২
‘জনগণ নয় ভারতের সম্পর্ক ছিল একটি দলের সঙ্গে’
ছবি : আরটিভি

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেছেন, জনগণ নয় ভারতের সম্পর্ক ছিল একটি দলের সঙ্গে। যে কারণে তাদের অনুপস্থিতিতে দুই দেশের মধ্যে বিবাদ সৃষ্টি হচ্ছে। তাই বলতে চাই, প্রভু নয় ভারত আমাদের বন্ধু হবে, তাদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক চাই। বিজিবির হাতে সীমান্তে কোনো মানুষ মারা যায়নি বরং বিএসএফ নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করেছে। আমাদের আর ছোট রাষ্ট্র বলে ছোট করে দেখার সুযোগ নেই।

রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্ম বার্ষিকী উপলক্ষে জেলার বিএনপি আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

খায়রুল কবির খোকন বলেন, আওয়ামী লীগের ইতিহাস হল বেঈমানের ইতিহাস, বিশ্বাস ঘাতকের ইতিহাস। আওয়ামী লীগ দেশের জন্য কিছুই করেনি। তারা শুধু নিজেদের আখের গোছাতেই ব্যস্ত ছিল। ওয়ান ইলেভেনের বাই প্রোডাক্ট সরকার ছিল আওয়ামী লীগ সরকার, আমরা সেই প্রমাণ পেয়েছি।

নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহীর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুল, যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন মাস্টার, ভিপি জলিল, আব্দুল বাসেত, ফারুক উদ্দিন ভূঁইয়া, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ ফকির রনি, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ জেলা বিএনপির নেতারা বক্তব্য রাখেন।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘ভারতীয় আধিপত্যের হাত থেকে জনগণকে রক্ষার জন্যই বিএনপির জন্ম’
স্কুলছাত্রকে যৌন নির্যাতন: সিরাজগঞ্জের সেই বিএনপি নেতা গ্রেপ্তার
মুন্সীগঞ্জে বিএনপি কার্যালয়ে লেখা ‘জয় বাংলা’
জিয়াউর রহমানের নাম মুছে ফেলার চেষ্টায় ব্যর্থ হয়েছে আ.লীগ: ফখরুল