প্রেমিকের হাত ধরে বাংলাদেশে ভারতীয় গৃহবধূ, অতঃপর...
প্রেমিকের সঙ্গে ঘর বাঁধায় আশায় কাঁটাতারের বেড়া পেরিয়ে প্রেমিকের টানে বাংলাদেশে পালিয়ে আসেন ভারতীয় গৃহবধূ রেশমা মন্ডল (২৮)। তবে অনুপ্রবেশের অভিযোগে রেশমা মন্ডল (২৮) নামের ওই নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১৯ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতাড়ী এলাকার সীমান্তে এ ঘটনা ঘটে। এই ঘটনায় ওই নারী ছাড়াও আরও বাংলাদেশি দুই যুবককে আটক করে বিজিবি।
আটকরা হলেন- দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উশতি থানার গড়খালী গ্রামের দেবকুমার সাপুইয়ের ছেলে সৌরভ কুমার সাপুই (১৮) এবং সহযোগী কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কাশিরডারা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে ইউসুফ আলী (২১)।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় আড়াই বছর আগে ভারতের নাগরিক ও এক সন্তানের জননী রেশমা মন্ডলের সঙ্গে বাংলাদেশি তরুণ সৌরভ কুমার সাপুইয়ের ফেসবুকে পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। রোববার বিয়ের করার জন্য ভারতীয় গৃহবধূ পালিয়ে দালালদের মাধ্যমে বাংলাদেশে ঢুকে পড়েন। এ সময় বালাতাড়ী সীমান্তের আন্তর্জাতিক পিলার নং ৯৩৩ (সাব পিলার ১০ এর এস) এলাকা থেকে তাদের তিনজনকে আটক করে বিজিবি।
ফুলবাড়ী থানার ওসি মামুনুর রশীদ বলেন, সন্ধ্যায় বিজিবি ভারতীয় এক নারী, এক যুবক ও তাদের সহযোগী এক বাংলাদেশিসহ তিনজনকে থানায় সোপর্দ করেছে। এ ব্যাপারে অনুপ্রবেশ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরটিভি/এসএপি
মন্তব্য করুন