• ঢাকা সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১
logo

লক্ষ্মীপুরে অটোরিকশাকে ডাম্পট্রাকের চাপা, নিহত ২

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২০ জানুয়ারি ২০২৫, ১৪:৫৫
লক্ষ্মীপুরে অটোরিকশাকে ড্রাম ট্রাকের চাপা, নিহত ২
ছবি : আরটিভি

লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট সড়কে যাত্রীবাহী একটি অটোরিকশাকে চাপা দেয় বালুবাহী ডাম্পট্রাক। এতে মুরাদ হোসেন ও আনোয়ার হোসেন নামে দুজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আজাদ নামে আরও একজন। তারা সকলে অটোরিকশার চালক ও যাত্রী ছিলেন।

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার মজুচৌধুরীরহাট সড়কের ‘বিইউ চৌধুরী ফিশারিজ’ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুরাদ চররমনী মোহন ইউনিয়নের চর আলী হাসান গ্রামের মনসুর আহম্মদের ছেলে ও অপর নিহত আনোয়ার টুমচর ইউনিয়নের জগতবেড় এলাকার রফিকুল ইসলামের ছেলে।

আনোয়ার দুর্ঘটনাকবলিত অটোরিকশার চালক বলে জানা গেছে। অন্য আহত আজাদহোসেন চররমনী ইউনিয়নের চর আলী হাসান গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির ড্রাম ট্রাক সড়কে থাকা একটি অটোরিশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর থানার এসআই সাদেকুল ইসলাম বলেন, ‘সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। একজন আহত হয়েছেন।’

আরটিভি/এমকে/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাকচাপায় প্রাণ গেল অটোরিকশা চালকের, সড়ক অবরোধ
লক্ষ্মীপুরে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু
লক্ষ্মীপুরে জামায়াতের আমিরসহ খালাস পেলেন ৩৭ আসামি
ভুয়া আসামি দাঁড় করিয়ে জামিন, ৪ জনের নামে মামলার নির্দেশ