• ঢাকা সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১
logo

শ্রীপুরে কারখানায় মিনি বয়লার বিস্ফোরণ, ১৫ শ্রমিক আহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২০ জানুয়ারি ২০২৫, ১৫:০৯
শ্রীপুরে কারখানায় মিনি বয়লার বিস্ফোরণ, ১৫ শ্রমিক আহত
ছবি : আরটিভি

গাজীপুরের শ্রীপুরে এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড কারখানায় ইলেকট্রনিক মিনি বয়লার বিস্ফোরণে ১৫ শ্রমিক আহত হয়েছেন।

সোমবার (২০ জানুয়ারি) সকাল ৯টায় উপজেলার জৈনাবাজার এলাকায় ওই কারখানার স্যাম্পল রুমের এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- সেম্পল সুপারভাইজার রইছ উদ্দিন (২৮), সুজন মিয়া (২৬), রহিজ উদ্দিন (২৭), শুক্কুর (৩০), ইয়াসিন আলী (২০), শাহজাহান (২৪), সুনিয়া (২৩), সারজিনা (২৫), কুলসুম (২৭), আমেনা (২৯), লিমা (২৯), রইস উদ্দিন (২৬), ইকবাল হোসেন (৩০), রনি (২৩) এবং আরিফুল ইসলাম (২৪)। তাদেরকে মাওনা চৌরাস্তার আল হেরা হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত ইয়াছিল আলীকে তার স্বজনরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিায়েছে।

আহত সুইং রিসিভম্যান শাহজাহান জানান, কারখানার উৎপাদন শেডের প্রবেশ ফটকের পাশে মিনি বয়লারের অবস্থান। সকাল ৯টার দিকে সেম্পল বিভাগের মিনি বয়লার হঠাৎ বিস্ফোরণ ঘটে। হঠাৎ বিকট শব্দে বয়লার বিস্ফোরিত হয়ে পুরো ঘরের যন্ত্রাংশ ছড়িয়ে পড়লে জানালার থাই গ্লাস, আলমিরা, টেবিল, ফ্যান, লাইট ও অন্যান্য সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। কাঁচের আঘাতে এবং দৌড়ে বের হওয়ার সময় কয়েকজন শ্রমিক আহত হয়েছে।

কারখানার শ্রমিক তাইজ উদ্দিন ও কামাল হোসেন বলেন, ‘আমরা সকালে কাজ করছিলাম। হঠাৎ স্যাম্পল সেকশনের বিকট শব্দ পাই। পরে শুনি বিস্ফোরণ হয়েছে। কারখানার ওপরের টিনের ছাউনি ছিদ্র হয়ে উড়ে গেছে। ভাঙা গ্লাসের কাঁচ লেগে বেশ কয়েকজন আহত হয়।’

আল হেরা হাসপাতালের চিকিৎসক আলিম বিশ্বাস বলেন, ‘আমাদের হাসপাতালে কয়েকজনকে আনা হয়েছে। তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তারা তেমন বড় ধরনের আঘাতপ্রাপ্ত হয়নি।’

কারখানার ইলেকট্রিক ইনচার্জ সোহেল রানা বলেন, ‘স্যাম্পল রুমের মিনি বয়লার অপারেটর সকাল ৮টার দিকে এসে সুইচ অন করে। মেশিন পানি না নেওয়ায় বয়লার হিট হয়ে স্টিম বিস্ফোরণ ঘটে। ট্যাংকিতে পানি না থাকার কারণে অথবা মোটর পানি টানার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।’

এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড কারখানার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) ইমতিয়াজ আলম বলেন, ‘বয়লার বিস্ফোরণে ১৫ জন শ্রমিক সামান্য আহত হয়েছেন। কারখানার পক্ষ থেকে প্রত্যেকের চিকিৎসার খোঁজ নেওয়া হচ্ছে।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, ‘এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড কারখানায় সকালে বয়লার বিস্ফোরণে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারবে।’

আরটিভি/এমকে/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজীপুরে সেই শিক্ষিকাকে শোকজ নোটিশ 
কাভার্ড ভ্যানচাপায় সাংবাদিকসহ নিহত ২
কালিয়াকৈরে শিক্ষিকার পদত্যাগ দাবি, শিক্ষার্থীদের মানববন্ধন
গাজীপুরের কোনাবাড়িতে ঝুটের গোডাউনে আগুন