নাটোরে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১
নাটোরের নলডাঙ্গায় মাছ চোর সন্দেহে গণপিটিুনিতে আব্দুল মান্নান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাতে উপজেলার কাসোবাড়িয়া-রামশারকাজীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
সোমবার (২০ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন নলডাঙ্গা থানার ওসি (তদন্ত) মনোয়ার জাহান।
নিহত আব্দুল মান্নান নলডাঙ্গা উপজেলার সমসখলসি গ্রামের মরহুম আয়েন উদ্দিনের ছেলে।
এ বিষয়ে নলডাঙ্গা থানার ওসি (তদন্ত) মনোয়ার জাহান বলেন, ‘রোববার দিবাগত রাতে উপজেলার মোমিনপুর এলাকায় চোরের উপস্থিতি টের পেয়ে এলাকাবাসী মসজিদের মাইকে ঘোষণা দিলে চোরের দল সেখান থেকে পালিয়ে যায়। পরে চোরের দলটি রাত সাড়ে ১২টার দিকে একই উপজেলার কাসোবাড়িয়া-রামশারকাজীপুর এলাকায় জাহিদ হোসেন ও আফজাল হোসেনের লিজ নেওয়া পুকুরে জাল ফেলে মাছ চুরির সময় গ্রামবাসী তাদের ধাওয়া করে। অন্যরা পালিয়ে গেলেও আব্দুল মান্নানকে ধরে গ্রামবাসী গণপিটুনি দেয়।’
ওসি আরও বলেন, ‘গণপিটুনিতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন মান্নান। এ অবস্থায় তারা পুকুর মালিক রামশারকাজীপুর গ্রামের আফজাল-জাহিদকে খবর দিলে তারাও ঘটনাস্থলে আসেন। পরে তারা ঘটনাস্থল থেকে মান্নানকে নিয়ে যান এবং তাকে স্থানীয় ইউপি সদস্য জাহিরুল ইসলামের হেফাজতে দেন। পরে ওই ইউপি সদস্য অসুস্থ অবস্থায় আব্দুল মান্নানকে তার স্বজনদের কাছে হস্তান্তর করেন। রাতেই তার স্বজনরা নাটোর সদর হাসপালে তাকে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ সদর হাসপাতালের মর্গে আছে। ময়নাতদন্ত শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’
পাশাপাশি এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
আরটিভি/এমকে
মন্তব্য করুন