দুদিন ধরে পানি নেই কিশোরগঞ্জ সদর হাসপাতালে, ভোগান্তিতে রোগীরা

কিশোরগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২০ জানুয়ারি ২০২৫ , ০৫:২৭ পিএম


দুদিন ধরে পানি নেই কিশোরগঞ্জ সদর হাসপাতালে, ভোগান্তিতে রোগীরা
ছবি : আরটিভি

দুদিন ধরে পানি না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। মোটর বিকলজনিত কারণে হাসপাতালের ৬ তলা ভবনে পানি সরবরাহ বন্ধ থাকায় রোগী ও স্বজনদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। 

বিজ্ঞাপন

সোমবার (২০ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. নূর মোহাম্মদ শামসুল আলম।

জরুরি রোগীদের স্থানান্তর করা হচ্ছে বিভিন্ন হাসপাতালে। পানির অভাবে বন্ধ রয়েছে অপারেশন থিয়েটারের কার্যক্রম। এরই মাঝে রোববার ২১ জন রোগীকে শহীদ সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতালসহ বেশ কয়েকটি হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়াও জরুরি ভর্তিজনিত কারণ না থাকলে রোগী ভর্তি নেওয়া হচ্ছে না। তাদের প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। 

বিজ্ঞাপন

এ বিষয়ে হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. নূর মোহাম্মদ শামসুল আলম বলেন, ‘সমস্যা নিরসনে কাজ করছে গণপূর্ত বিভাগ। তবে আজ রাতের মধ্যে ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে।’

আরটিভি/এমকে-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission