• ঢাকা সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১
logo

আখাউড়ায় লরির সঙ্গে ধাক্কা লেগে কিশোর নিহত

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২০ জানুয়ারি ২০২৫, ১৮:১৫
আখাউড়ায় লরির সঙ্গে ধাক্কা লেগে কিশোর নিহত
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় হৃদয় মিয়া (১৫) নামে মোটরসাইকেল চালক এক কিশোর নিহত হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার ছতুরাশরীফ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া ধরখার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাকির।

নিহত হৃদয় মিয়া স্থানীয় কসবা উপজেলার সৈয়দাবাদ গ্রামের মনু মিয়ার ছেলে।

এ বিষয়ে আখাউড়া ধরখার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাকির বলেন, ‘সোমবার সকাল ১০টায় হৃদয় মিয়া তার দুই বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ির দিকে যাচ্ছিলেন। কুমিল্লা-সিলেট মহাসড়কের আখাউড়া ছতুরাশরীফ নামক এলাকায় মোটরসাইকেলের গতি বাড়িয়ে একটি লরিকে অতিক্রম করতে গিয়ে পেছনের চাকায় ধাক্কা লেগে দুর্ঘটনার কবলে পড়ে।’

তিনি আরও বলেন, ‘দুর্ঘটনার সময় ভাগ্যক্রমে মোটরসাইকেলের পেছনে থাকা দুই বন্ধু বেঁচে গেলেও ঘটনাস্থলেই হৃদয় মিয়ার মৃত্যু হয়। চালকসহ লরিটি আটক করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বামী মোবাইলে তালাক বলায় গৃহবধূর আত্মহত্যা
পৌরসভার গাড়িচাপায় প্রাণ গেল পরিচ্ছন্নকর্মীর
বিদ্যালয়ের পাশে হাসপাতালের আবর্জনা, মালিককে অর্থদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় বিলুপ্ত প্রায় গুটিদাড়া খেলা অনুষ্ঠিত