• ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১
logo

চাঁদাবাজির অভিযোগ, তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২০ জানুয়ারি ২০২৫, ২২:১০
চাঁদাবাজির অভিযোগ, তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার
ছবি: সংগৃহীত

ফেনী শহরের জিরো পয়েন্টে চাঁদাবাজির অভিযোগে হাতেনাতে তিন পুলিশ সদস্যকে আটক করেছেন ছাত্র সমন্বয়করা। রোববার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। তাদের ফেনী সদর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় রাতেই তিনজনকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া তিন পুলিশ সদস্য হলেন—এসআই শুকুর, কনস্টেবল জাহিদ ও নীরব।

সোমবার (২০ জানুয়ারি) ফেনী জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, বিষয়টি নিয়ে অনুসন্ধান চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো ফেনী শহর পুলিশ ফাঁড়ির এসআই শুকুর ও কনস্টেবল জাহিদ রাতে ট্রাক থেকে চাঁদা আদায় করছেন দেখে ছাত্র সমন্বয়ক আজিজুর রহমান রিজভী, সৌরভ হোসেন ও ইমরান হোসেন তাদের হাতেনাতে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা গাড়ির সিএনজির টাকা জোগাতে এ চাঁদাবাজি করছেন বলে স্বীকার করেন।

সমন্বয়ক আজিজুর রহমান রিজভী জানান, বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করলে ফেনী মডেল থানার ওসি মর্ম সিং ত্রিপুরা ঘটনাস্থলে এসে অভিযুক্তদের থানায় নিয়ে যান। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রাতেই তাদের পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

আটক পুলিশ সদস্যদের বিরুদ্ধে সোমবার বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেনীতে একসঙ্গে জুমা আদায় করলেন লক্ষাধিক মুসল্লি
ফেনীতে বিড়ালের র‌্যাম্প শো
ক্ষমতায় আসার আগেই একটি দল চাঁদাবাজি ও দখলদারি শুরু করেছে: আবু হানিফ 
চাঁদাবাজির বিষয়ে সতর্ক করে বিএনপির মাইকিং