• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

পটুয়াখালীতে গৃহবধূকে হত্যা করে দুর্ধর্ষ ডাকাতি

কুয়াকাটা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ জানুয়ারি ২০২৫, ১২:০৯
পটুয়াখালীতে গৃহবধূকে হত্যা করে দুর্ধর্ষ ডাকাতি
ছবি : আরটিভি

পটুয়াখালীর কলাপাড়ায় গভীর রাতে বসতঘরে প্রবেশ করে হাত, পা ও মুখ বেঁধে শাহনাজ পারভীন লাকি (৫০) নামের এক নারীকে হত্যা করেছে ডাকাতদল। এ সময় ঘরে থাকা বেশ কিছু আসবাবপত্র ভাঙচুর ও মালামাল লুটে নেয় তারা। সোমবার গভীর রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য আবুল কালাম আজাদের বাড়িতে এ ঘটনা ঘটে। এর আগেও ওই ইউনিয়নে বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে ওই নারী তাদের ঘরে একা ঘুমিয়েছিলেন। সকাল ৮টার দিকে তার দেবর শাহআলম ওই বাড়ি গিয়ে পেছনের দরজা খোলা দেখতে পান। পরে ঘরে প্রবেশ করে ওই নারীকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন। এ সময় স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে পুলিশে খবর দেন।

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে এটি ডাকাতি নাকি চুরি সেটি তদন্ত করা হচ্ছে।

আরটিভি/এমকে/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কলাপাড়া তাপবিদ্যুৎ কেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু
নারী পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার
‘দেড় মাসের আন্দোলনে সরকার পতন হয়েছে ভাবা লোকজন বোকার স্বর্গে আছেন’
কুয়াকাটায় সাংবাদিকের ওপর হামলা